Advertisement

ঈদগাঁওতে পত্রিকার হকারদের মাঝে কম্বল বিতরণ

নুরুল আমিন হেলালী:
পত্রিকা বিক্রেতারা সাংবাদিকদের একটি অংশ, মূলত তারাই সাংবাদিকদের চালিকাশক্তি, সাংবাদিকদের কাজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে সংবাদ সংগ্রহ করা, আর পাঠকের কাছে সঠিক সময়ে পত্রিকা পৌঁছে দেওয়া হকারদের কাজ।হকারদের জন্য কিছু করতে পারাটা সাংবাদিকদের জন্য আনন্দের বিষয়।কক্সবাজার সদর উপজেলার বাণিজ্যিক এলাকা ঈদগাঁওতে হকারদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
বৃহস্পতিবার (২৪ডিসেম্বর) বিকেলে ঈদগাঁও বাসষ্টেশনে এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হকাররা পাঠকের কাছে গিয়ে পত্রিকা পৌঁছে দিতে অনেক কষ্ট করছে। ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম ঈদগাঁওর হকারদের জন্যএই কম্বলগুলি পাঠিয়ে দেন। পরে চেয়ারম্যানের পক্ষ হয়ে সাংবাদিকরা হকারদের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজাদী ও ইনানী পত্রিকার কক্সবাজার সদর প্রতিনিধি মোঃ রেজাউল করিম, দৈনিক সমুদ্রকন্ঠ ও দৈনিক খবরপত্রের কক্সবাজার সদর প্রতিনিধি শেফাইল উদ্দিন, দৈনিক কক্সবাজার একাত্তর সহ-সম্পাদক ও এশিয়ান নিউজ ২৪নফ.পড়স কক্সবাজার প্রতিনিধি নুরুল আমিন হেলালি, কলামিস্ট ও সাংবাদিক আজাদ মনসুর, টিটিএন ও সকালের কক্সবাজার ঈদগাঁও প্রতিনিধি শাহিদ মোস্তফা, আমাদের কক্সবাজার প্রতিনিধি ও ঈদগাও ভিশনের প্রকাশক ও সম্পাদক তৈয়ব জালাল, কক্স প্যনোয়া টাইম এর প্রকাশক ও সম্পাদক শাহেদ কামাল, দৈনিক রূপসী গ্রামের ঈদগাহ প্রতিনিধি সরোয়ার শিফা, জি কক্স টিভি সম্পাদক ওসমান গনি, দৈনিক গণসংযোগের ঈদগাঁও প্রতিনিধি কাউসার উদ্দিন শরীফ, দৈনিক আলোকিত পত্রিকার ঈদগাঁও প্রতিনিধি গিয়াস উদ্দিন, আলোকিত প্রতিনিধি ও কক্সটাইম সম্পাদক সাইমুম সরওয়ার কায়েম, অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আবদুর রহমান নাহিদ ও সাইফুল ইসলাম। হকার সমিতির সভাপতি মহিউদ্দিন সিকদার মাহী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে উপস্থিত সাংবাদিক ও অতিথি বৃৃৃন্দ কর্মরত হকারদের মাঝে চেয়ারম্যান আবুল কালামের দেওয়া কম্বলগূূূলো বিতরণ করেন।

Post a Comment

0 Comments