Advertisement

উখিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

শাহেদ মিজান:

 উখিয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে আহসানুল হক মিশেল (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে হিজলিয়া পালং গার্ডেন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিশেল রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার জাফর আলমের পুত্র ও সাবেক ছাত্রলীগ নেত্রী তাসলিমা সুলতানা রোমানার ছোটভাই এবং কক্সবাজার সিটি কলেজের অনার্্স তৃৃৃৃতীয় বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে হলে উভয় গাড়ির পাঁচজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মিশেলকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে রাত আড়াইটার দিকে পথে মারা যায় মিশেল।

Post a Comment

0 Comments