আরিফুল্লাহ নূরী:
কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান যোগদানের পর থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করছেন। বিশেষ করে, জঙ্গিবাদ ও মাদক ব্যবসায়ীদের নির্মূলে কাজ করে যাচ্ছে কক্সবাজার জেলা পুলিশ। মাদক ব্যবসায়ীদের নির্মূল ও জঙ্গিবাদের বিরুদ্ধে কক্সবাজার জেলার প্রতিটি থানাকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।
গত ২৩ সেপ্টেম্বর মো. হাসানুজ্জামান কক্সবাজারে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এরপর থেকে তিনি জেলার প্রায় প্রতিটি থানায় গিয়ে নতুন পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার তাগাদা ও মনোবল বাড়ানোর নিমিত্তে গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন। তাঁর চৌকস ও দক্ষতার কারণে কক্সবাজার জেলায় সন্ত্রাস ও মাদকের নিয়ন্ত্রণ অতুলনীয় প্রশংসনীয়। বিশেষকরে, টেকনাফ ও উখিয়া থানায় মাদকের প্রভাব বৃদ্ধি পেলেও তা নিয়ন্ত্রণে সর্বোচ্চ সফলতার সাথে কাজ যাচ্ছে জেলা পুলিশ। তার প্রতীয়মান হিসেবে পরিলক্ষিত হয়, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে কক্সবাজার শহরে কোন ধরনের ছিনতাই ও সন্ত্রাসের প্রভাব পড়েনি। অনেকাংশে কমে এসেছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে কক্সবাজার জেলা পুলিশ।
এদিকে, সন্ত্রাস ও ছিনতাইকারীদের তৎপরতা রুখে দিতে সার্বক্ষণিক মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের প্রতিটি অলিতে-গলিতে সার্বক্ষণিক দায?িত্ব পালন করছে জেলা পুলিশের সদস্যরা। অবৈধ মোটরসাইকেল, অবৈধ সিএনজি থেকে শুরু করে সব ধরনের আইন বহির্ভূত কর্মকাণ্ড রুখে দিতে অন্যতম প্রচেষ্টায় পরিশ্রম করে যাচ্ছে জেলা পুলিশ। কক্সবাজার জেলার প্রতিটি থানাকে সম্পূর্ণভাবে দালালমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান। এই ঘোষনা বর্তমানে প্রতিফলিত হচ্ছে কক্সবাজার জেলার প্রতিটি থানায়। জেলার সকল নাগরিক যেকোনো সমস্যায় পাচ্ছে প্রশংসনীয়ভাবে আইনি সহায়তা। আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ, দালাল মুক্ত কক্সবাজারের প্রতিটি থানা, ছিনতাইকারীদের কবল থেকে মুক্ত কক্সবাজার শহর। এসব বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক মহল, সুশীল সমাজ ও সর্ব সাধারণের কাছে প্রশংসনীয় হয়ে উঠেছে জেলা পুলিশের কর্মদক্ষতা। তার ফল স্বরূপ, চা এর আড্ডা থেকে শুরু করে বিভিন্ন অফিস মহলে প্রশংসার ফুলঝুরি পাচ্ছে কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান এর নেতৃত্বে পুলিশের সদস্যরা।
দৈনিক কক্সবাজার ৭১ এর অনুসন্ধানী এই প্রতিবেদনে জেলার সাধারণ মানুষের অধিকার, আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ, মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে কক্সবাজার জেলা পুলিশ কর্মকর্তাদের সাথে বিশেষভাবে আলোচনায় জেলা পুলিশের সফলতা নিয়ে উল্লেখযোগ্য আলোকপাত হয়।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনির উল গিয়াস বলেন, কক্সবাজার শহরে থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি বাড়ানোর কারণে নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে বলে জানান তিনি। কক্সবাজার সদর মডেল থানা সম্পূর্ণ দালাল মুক্ত, আমরা প্রত্যেক নাগরিকের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর হয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।
কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রফিকুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী এবং ছিনতাইকারীদের নির্মূল করতে জোরালোভাবে কাজ করছে কক্সবাজার জেলা পুলিশ। প্রতিটি এলাকায় চিন্হিত মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সহায়তা কামনা করেন তিনি।
কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বলেন, কক্সবাজার জেলায় মাদক কারবারীদের দৌরাত্ম্য আগের তুলনায় অনেক শিথিল হয়েছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক কারবারী ও চিন্হিত ছিনতাইকারীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।? তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সর্বোচ্চ সহায়তা প্রদান করতে হবে।
0 Comments