প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের পেকুয়ায় সদ্য ঘোষিত যুবদলের পূর্ণাঙ্গ কমিটির সাধারণ সম্পাদক আসিফ খালেদসহ ২২ নেতাকর্মী পদত্যাগ করেছেন।
সোমবার (১৮ জানুয়ারী) সন্ধ্যায় পেকুয়া বাজারস্থ রামিস কিসেন রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে পদত্যাগের কথা জানান।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারী সাধারণ সম্পাদক আসিফ খালেদ বলেন, সদ্য ঘোষিত পেকুয়া উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী ও পরিশ্রমী সিনিয়র নেতা কর্মীদের যোগ্যতা অনুযায়ী পদায়ন না করে অবমূল্যায়ন করা, ঘোষিত কমিটির কর্তা ব্যক্তিগণকে বেশির ভাগ নিজ যোগ্যতার চেয়ে বেশি যোগ্য বিবেচনা করে স্বেচ্ছাচারিতার আশ্রয় নেয়া, যোগ্যতার মাপকাঠি বাদ দিয়ে সভাপতি কামরান জাদিদ মুকুটের নিজস্ব বলয় তৈরীর নিমিত্তে এই কমিটি অনুমোদনের জন্য জেলা কমিটি বরাবর প্রেরণ, সভাপতি কামরান জাদিদ মুকুট ও তার অনুগত অনুসারীদের কাজ থেকে জেলা কমিটির সভাপতি সৈয়দ আহমদ উজ্জল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন অনৈতিক সুবিধা নিয়ে অগঠনতান্ত্রিক কমিটি গঠন করে।
তিনি আরো বলেন, বিএনপির ২০১৬ সালের গঠনতন্ত্র ও ঘোষণা পত্রের ১২নং ধারা লঙ্গিত করার কারণে সাধারণ সম্পাদক আসিফ খালেদ, সহসভাপতি শাকিল সিকদার ,জালাল উদ্দিন, আজমঙ্গীর, ইমরুল হাসান ইমু, নুরুল মিছবাহ, শাহাদত হোছাইন এম ইউপি, যুগ্ন সম্পাদক মনছুর আলম ইউনুচ,বেলাল উদ্দিন, সাজ্জাদ হোছাইন এম ইউপি,আহমদ শফি এম ইউপি,গিয়াস উদ্দিন, দুদু মিয়া, জাহেদ এম ইউপি, আছাদ রুবেল, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মাষ্টার নুরুল হোছাইন, মোস্তাক আহমদ, নেজাম উদ্দিন, মোঃ হারুণ ও মোঃ এনাম সহ ও যুবদলের আরো বেশ কয়েকজন দলীয় সমর্থক গণ সাক্ষর করে স্ব-স্ব পদ থেকে আমরা এক যোগে উক্ত সেচ্ছাসারি কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম৷
এ সময় পদত্যাগকারী জালাল ও বেলাল উদ্দিন বলেন, উপরে উল্লেখিত কারণ ছাড়াও যুবদলের ত্যাগী নেতা আরিফুল ইসলাম বিটুসহ বেশ কয়েকজনকে পদবঞ্চিত করা হয়েছে। এমনকি বেশ কয়েকজনকে পদ দেয়া হয়েছে কামরান জাদিদ মুকুটের অনুসারী হিসাবে। তারা কখনো আন্দোলনে সক্রিয় ছিলনা। এমনকি রাজপথে তাদেরকে কখনো দেখা যায়নি। যারাই জেল আর মামলার হুলিয়া মাথায় নিয়ে রাজপথে সংগ্রাম করেছে তাদেরকে অবমূল্যায়ন করে মানহানী করেছে। যার কারণে আমরা সবাই পদত্যাগ করেছি। আমরা কেন্দ্রীয় কমিটি ও আমাদের প্রাণপুরুষ জনাব সালাউদ্দিন আহমদ সাহেবের সুদৃষ্টি কামনা করছি। অন্যতায় আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে দাবী আদায় করতে বাধ্য হবো।
0 Comments