Advertisement

চৌফলদন্ডীবাসীর কল্যাণে কাজ করতে চাই- সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বেলাল উদ্দিন বেলাল

নিজস্ব প্রতিবেদক:

 
ককসবাজার সদর উপজেলার প্রাকৃতিক সম্পদের ভরপুর জনগুরুত্বপুর্ণ চৌফলদন্ডী ইউনিয়ন।  কিন্তু সদর উপজেলার অর্থনীতিতে অতি গুরুত্বপুর্ণ ভুমিকা রাখলেও  স্থানীয় জনপ্রতিনিধিদের অবহেলায় তেমন কোন দৃশ্যমান উন্নয়ন হয়নি। 
 
এখানকার স্থানীয় কৃষকদের উৎপাদিত লবণ দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানির সুযোগ রয়েছে।  তবে ন্যায্য পাওনা থেকে আজ বঞ্চিত চৌফলদন্ডীর কৃষক। এখানাকার গণমানুষের কল্যাণে কাজ করাই আমার একমাত্র  অঙ্গিকার। 
 
গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন, কক্সবাজার  একাত্তর পত্রিকার প্রকাশক ও বিশিষ্ট ঠিকাদার চৌফলদন্ডীর কৃতিসন্তান  সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী  মানবতার সেবক মোঃবেলাল উদ্দিন বেলাল।
 
তিনি আরও বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে স্থানীয় কৃষক ও ক্ষুদ্র ব্যাবসায়ীদের কল্যাণে বিশেষ প্রকল্প গ্রহণ  করতে উদ্দ্যোগ নিবেন।
সাগরে মাছ ধরে যারা সংসার  চালান কিংবা যারা শুটকি উৎপাদনে জড়িত অথবা যারা নাপ্পি উৎপাদনের সাথে জড়িত তাদের  ব্যবসা কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে সকল ধরনের সুযোগ সৃষ্টি করা হবে। 
 
তিনি আরও বলেন, একটি আধুনিক, মানবিক, জনবান্ধব ও গতিময় ইউনয়ন পরিষদ গড়তে তিনি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের অনুরুধে চেয়ারম্যান পার্থী হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। 
এছাড়া তিনি একজন  সাধারণ গরিব ঘরের কাজ পাগল মানুষ। তিনি চেয়ারম্যান হয়ে সকল শ্রেণীর মানুষের সাথে একাকার হয়ে সকলের কল্যাণে কাজ করতে সুযোগ চান। 
তিনি বলেন, এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াতসহ অনেক ক্ষেত্রে চাহিদামত উন্নয়ন হয়নি। তাই তিনি চেয়ারম্যান হয়ে চৌফলদন্ডীর সৌন্দর্য বন্ধন,পয়োনিষ্কাশন ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। 
স্থানীয় বাসিন্দা আব্দু রহিম জানান,  বেলালকে আমরা ছোটবেলা থেকে চিনি ও জানি।  তিনি যদি প্রার্থী হন তাহলে এলাকার সবাই  তার পক্ষ হয়ে কাজ করব। কারন তিনি সাধারন পরিবারের সন্তান হিসেবে আমাদের মত গরীবদের দুঃখ দুর্দশা তিনিই সবেচেয়ে বেশী বুঝবেন। এলাকার উন্নয়নের স্বার্থে আমরা তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছি।
 
বিগত একমাস যাবৎ বেলাল উদ্দিন চৌফলদন্ডীতে এলাকার মানুষের সাথে মতবিনিময় করছেন। এবং বেলালকে কাছে পেয়ে এলাকাবাসীও খুশি বলে জানান স্থানীযরা। দক্ষিণ রাখাইন পাড়ার লাতু, চরীসহ অনেকেই জানান,  চৌফলদন্ডীর উন্নয়নে সমবন্টনের জন্য বেলাল ভাইকে আমরা প্রার্থী হিসেবে দেখতে চাই। এছাড়া বেলাল কয়েকদিন পরপর এলাকায় আসছেন এবং সকলের খোঁজ খবর নিচ্ছেন। তার আচার-আচরনে সাধারন মানুষ সন্তুষ্ট।
৯নং ওয়ার্ড়ের বাসিন্দা মাষ্টার আমান উল্লাহ বলেন, বেলাল চেয়ারম্যান প্রার্থী হলে সাধারন মানুষ তার পক্ষে থাকবে। কারণ সে নিরহংকারী এবং পরোপকারী। জানা যায় বেশ কিছুদিন ধরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বেলাল এলাকা চষে বেড়াচ্ছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কুশল বিনিময় করছেন।
 
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কক্সবাজারস্থ চৌফলদ্ডী সমিতির সভাপতি বেলাল উদ্দিন বেলাল বলেন, আমি ব্গবন্ধুর আদর্শের রাজ নীতি করি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলেও জানান তিনি।

Post a Comment

0 Comments