বিনোদন ডেস্ক:
ট্রলের শিকার ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। দ্বিতীয় বিয়ের পর থেকে নেটিজেনদের বিরূপ মন্তব্যের পর এবার জাতীয় দলের ক্রিকেটারের সামনে তার বন্ধুদের আপত্তিকর মন্তব্যের মুখে পড়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন এই অভিনেতা। তার পোস্টটি ক্রিকেটার তাসকিন আহমেদের দিকিই ইঙ্গিত ছিল। এ ছাড়া দুই দিন আগেই স্ত্রীর সঙ্গে কক্সবাজারে অবস্থানের একটি ছবি প্রকাশ করেছিলেন তাসকিন। যার কারণে নিলয়ের পোস্টের পরপরই তাসকিনকে নিয়েও বিরূপ মন্তব্য করতে দেখা যায় অনেককেই।
সেখানে আসলে কি হয়েছিল, তা জানার জন্য অভিনেতা নিলয়ের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে তাসকিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা কক্সবাজারে তিন দিন ছিলাম। এখন ঢাকায় ফিরেছি। ঘটনাটি আমাদের সামনে হয়নি। তারপরেও এমন কিছু হলে নিলয় আমাকে বলতে পারতো। সেও আমায় কিছু জানায়নি। তবে আমি তার পোস্ট পড়েছি, মনে হচ্ছে পুরোটাই আমাকে ইঙ্গিত করা হয়েছে। আমি ওর সঙ্গে কথা বলার চেষ্টার করতেছি।’
এর আগে আজ বৃহস্পতিবার দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নিলয় লিখেছেন, ‘একজন জাতীয় দলের ক্রিকেটার এর পাশে দাঁড়িয়ে তার বন্ধুরা যখন আমার বউকে কমেন্ট পাস করে, “সেকেন্ড ওয়াইফ নাকি থার্ড” এবং সেই ক্রিকেটার কিছুই না বলে চুপচাপ শুনতে থাকে। তখন সাধারণ মানুষের ফেইসবুকের কমেন্টের দোষ ধরে লাভ নাই। এই ক্রিকেটার নিজেও কিন্তু তার বিয়ের সময় আজে বাজে কমেন্টস এর শিকার হয়েছিলেন।’
0 Comments