স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ সফরে আগেভাগেই চলে এসেছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার। এরা হলেন- অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ড হোম ও ওপেনার ফিন অ্যালেন। শুক্রবার সকাল সাড়ে ৮টায় দুজন ঢাকায় পৌঁছান। এসে টিম হোটেলেও পৌঁছে গেছেন। সেখানে কোয়ারেন্টিনে রয়েছেন তারা।
আগেভাগে ওই দুই ক্রিকেটারের বাংলাদেশে আসার কথা জানা গিয়েছিল আগেই। তারা এতদিন ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে খেলেছেন। দেশে ফিরে কোয়ারেন্টিনের পর দলের সঙ্গে এখানে আসার সুযোগ নেই বলেই তারা সরাসরি ঢাকা চলে এসেছেন। বাকি ক্রিকেটাররা আসবেন আগামী মঙ্গলবার।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড স্কোয়াড:
টম ল্যাথাম (অধিনায়ক, উইকেটকিপার), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল (উইকেটকিপার), ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেজন, কোল ম্যাকননিক, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রচীন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।
0 Comments