টিসিএন ডেস্ক:
আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী বা আগের আফগান সরকারের পক্ষে যারা কাজ করেছেন, তাদের খুঁজতে তালেবান ঘরে ঘরে অভিযান চালাচ্ছে বলে জাতিসংঘের এক নথিতে সতর্ক করা হয়েছে। এতে বলা হয়েছে, গোষ্ঠীটির যোদ্ধারা তাদের টার্গেট করা মানুষজনকে বাড়ি বাড়ি গিয়ে খুঁজছে এবং তাদের পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছে।
ক্ষমতা দখলে পর প্রথম সংবাদ সম্মেলনে তালেবান প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ‘প্রতিশোধ নেবে না’। জাতিসংঘকে যারা গোয়েন্দা তথ্য সরবরাহ করতেন, তালেবান তাদেরকে টার্গেট করছে বলে এক গোপন নথিতে সতর্ক করা হয়েছে।
নরওয়েজিয়ান সেন্টার ফর গ্লোবাল অ্যানালাইসিস-এর একটি গোপন নথিতে এসব তথ্য জানা যায়। জাতিসংঘ এই সংস্থার থেকেই গোয়েন্দা তথ্য পেত। প্রতিবেদন তৈরিতে কাজ করা ক্রিস্টিয়ান নেলম্যান বলেন, ‘তালেবান বর্তমানে যাদের টার্গেট করছে, তাদের সংখ্যা অনেক বেশি এবং এই হুমকির বিষয়টি স্পষ্ট।’
তিনি আরও বলেন, ‘এটি লিখিতভাবে বলা হয়েছে যে, যদি তারা নিজেরা ধরা না দেয়, তাহলে তালেবান ওই ব্যক্তিদের পরিবর্তে তার পরিবারের সদস্যদের গ্রেফতার ও বিচার, জিজ্ঞাসাবাদ এবং শাস্তি দেবে।’
বিদেশিরা আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেওয়ার পর রবিবার তালেবান দেশটির রাজধানী কাবুল দখল করে এবং অন্যান্য অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। ২০ বছর পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পর প্রথম সংবাদ সম্মেলনে তারা প্রতিশ্রুতি দিয়েছিল, ‘ইসলামের শরিয়া আইনের কাঠামোর মধ্যে’ নারীদের অধিকার ও সম্মান দেওয়া হবে।
তারা আও জানিয়েছিল, নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্য এবং যারা বিদেশি শক্তির পক্ষে কাজ করেছেন তাদের সবাইকে সাধারণ ক্ষমা দেওয়া হবে। সূত্র: বিবিসি
0 Comments