Advertisement

.জামিন চাই না, কথা বলতে চাই : পরীমণির আইনজীবী

চিত্রনায়িকা পরীমণিকে আদালতের এজলাসে উপস্থিত করে শুনানির জন্য আবেদন করেছেন তার আইনজীবী মুজিবুর রহমান। পরে শুনানি শুরু হলে মুজিবুর রহমান আদালতকে বলেন, আমরা আজকে জামিন শুনানি করছি না। আমরা একটা আবেদন জানাই, আমাদের পরীমণির সঙ্গে কথা বলতে চাই। আমাদের পরীমণির সঙ্গে কথা বলার আদেশ দিন প্লিজ। ৫ দিন চেষ্টা করেও তার সঙ্গে কথা বলতে পাননি। এ সময় রাষ্ট্রপক্ষের ে আইনজীবী আব্দুল্লাহ আবু বিরোধিতা করে বলেন, আপনারা প্রতি শুনানিতে আসামির সঙ্গে কথা বলেছেন। সুতরাও এ ধরনের কথা বা আবেদনের কোনো যৌক্তিকতা নেই। এসময় আদালত আবেদনের বিষয়ে আদেশ না দিয়ে ৫ মিনিটের বিরতি নেন। পরে আদালত এসে জানান পরীমণির আইনজীবীর আবেদন না মঞ্জুর করা হলো। আদালতের ৫ মিনিটের বিরতির মধ্যে পরীমণি তার আইনজীবীদের ডেকে রেগে গিয়ে বলেন, আপনারা আমার জামিন চান না কেন? আমি তো পাগল হয়ে যাচ্ছি। আপনারা জামিন চান, আপনারা আমার সঙ্গে কী কথা বলবেন? আমি তো পাগল হয়ে যাব? আপনারা বুঝতেছেন আমার কী কষ্ট হচ্ছে?

Post a Comment

0 Comments