Advertisement

মহেশখালীতে প্রতিপক্ষের দায়ের কোপে বৃদ্ধের মৃত্যু, নামাজে জানাযায অসংখ্য মানুষের ঢল

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারে মহেশখালীতে জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের এলোপাতাড়ি কোপে আহত নুরুল আলম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৫ আগস্ট) দুপুর ১২ টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের শুকরিয়া পাড়া গ্রামের মৃত গুরা মিয়ার ছেলে। নিহতের ভাগিনা সাইদুজ্জামান বাদশা বলেন, গত রবিবার (৩১ জুলাই) সকাল ১১ টায় বড়মহেশখালী ইউনিয়নের শুকরিয়া পাড়া এলাকার মালিয়ার ছড়া ঘোনায় নিজ জমিতে চাষাবাদ করার সময় একই এলাকার মোঃ আলীর আবদুর রশিদ,সরওয়ার,মোস্তাক মিয়া,আবু তালেব প্রকাশ বাসিন্যা নেতৃত্বে প্রতিপক্ষের ১০/১২ জনের একটি দল এলোপাতাড়ি কুপিয়ে নুরুল আলমকে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল নুরুল আলমের মৃত্যু হয়। অদ্য সকাল এগারোটার সময় শুকরিয়া পাড়া বাজার জামে মসজিদের নুরুল আলমের জানাজা সম্পন্ন হয়,এ সময় অসংখ্য মানুষের ঢল নেমে আসে,এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। নামাজে জানাযায় আগত মুসল্লী পথচারীদের মূখে প্রকাশ করছে, নুরুল আলম এলাকার সাদাসিধা মানুষ ছিলেন, তাকে কুপিয়ে হত্যা করাটা জঘন্য কাজ বলে প্রকাশ করছেন জানাযায় আগতরা। এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে জানা গেছে। এখন আগের মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

Post a Comment

0 Comments