চকরিয়া প্রতিনিধি:
নদীতে মাছ ধরতে গিয়ে বাদশা মিয়া নামের এক ব্যক্তি নিখোঁজ!
চকরিয়া উপজেলার উপকূলীয় চিংড়ি জোন এলাকার ১১ একর পয়েন্টে মাতামুহুরী নদীতে আজ ভোরে মাছ ধরতে নেমে মোহাম্মদ বাদশা মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
তিনি পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের অলির বাপের পাড়া গ্রামের মৃত আশরাফ জ্জমানের ৩য় পূত্র।
বাদশা মিয়া প্রতিদিনের মত আজ ভোরে সঙ্গীয় থাকা অন্যান্যদের সাথে উপকূলীয় চিংড়ি ঘের এলাকায় ১১ একর পয়েন্টে মাতামুহুরী নদীতে মাছ ধরতে জাল ফেলেন, পানিতে তাদের জাল আটকে গেলে তিনি ডুব দিয়ে তা তুলে আনতে গিয়ে নিখোঁজ হয়ে যায়।
ধারণা করা হচ্ছে বাদশা মিয়া জালের সাথে আটকে আছে অথবা নদীর তীব্র স্রোতে ভেসে গেছে।
0 Comments