আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের হোয়াইকংয়ে গহীন পাহাড়ী এলাকা থেকে চাকমা সম্প্রদায়ের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধের শরীরের একটি হাত ভাঙ্গা অবস্থায় পাওয়ায় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি হত্যাকান্ড হতে পারে।
নিহত মংচু অং চাকমা (৬০) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা এলাকার জিনমাই অং চাকমার ছেলে।
স্থানীয়দের বরাতে হোয়াইক্যং পুশির ফাঁড়ির পরিদর্শক যায়েদ হাসান বলেন, শুক্রবার বিকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের গহীন পাহাড়ের পুঠিখোলা মাঠ এলাকায় জঙ্গলের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে।হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক যায়েদ হাসান বলেন, শুক্রবার (২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের গহীন পাহাড়ের পুঠিখোলা মাঠ এলাকা থেকে মৃদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন না থাকলেও বাম হাত ভাঙ্গা অবস্থায় পাওয়া গেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নিহতের একটি হাত ভাঙ্গা অবস্থায় পাওয়া এটি হত্যাকান্ড হতে পারে।কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছে।
তিনি আরও জানান, নিহতের মৃতদেহ টেকনাফ মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং ময়নাতদন্তের জন্য শনিবার (৩ ডিসেম্বর) সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, গহীন পাহাড়ের পুঠিখোলা মাঠ এলাকায় মংচু অং চাকমা জুমচাষের পাশাপাশি গবাদি পশু পালন করতেন। তবে তার সঙ্গে কারও কোন বিরোধ ছিল না।
0 Comments