Advertisement

মহেশখালীতে ‘অভাবের কারণে’ দিনমজুরের আত্মহত্যা

বিশেষ প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালীতে বিষপানে টিপু আহমেদ (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার দিনগত রাতে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ চালিয়াতলী এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত ছাবের মিয়ার ছেলে। নিহতের স্ত্রী কোহিনুর আক্তারের দাবী ‘অভাবের তাড়নায়’ বিষপানে আত্মহত্যা করেছেন তিনি। নিহতের পরিবার সূত্রে জানা যায়, টিপু দিনমজুরের কাজ করতেন। আর্থিক টানাপোড়েনে অসচ্ছলতা নিয়ে পরিবারে নানা সময় কলহ লেগে থাকতো। ক্ষুদ্র ঋণ সংস্থার ঋণও ছিলো তার। তা পরিশোধেও হিমশিম অবস্থা ছিলো। নিহত টিপুর স্ত্রী জানায়, রোববার রাতে বাড়িতে চাল-ডাল কিছু না থাকায় চাল আনতে বলেন টিপুকে। এসময় তিনি কাজের টাকা পায়নি জানিয়ে তার কাছে চাল-ডাল আনার টাকা নেই বলে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে রাত আনুমানিক ১২ টায় বাড়ির পাশের দোকান থেকে টিপুর মা দিয়াশলাই আনতে গিয়ে বাড়ির কিছু দূরে পড়ে থাকা অবস্থায় টিপুকে দেখতে পান। টিপুর মায়ের চিৎকারে স্থানীয়রা এসে টিপুকে উদ্ধার করে বদরখালী ক্লিনোভা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহেশখালী থানার উপপরিদর্শক মোঃ হাসান জানান, জাতীয় পরিসেবা ৯৯৯ এর মাধ্যমে মহেশখালী থানা সূত্রে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে বিষপানে টিপুর মৃত্যু হয়েছে জানিয়ে তিনি বলেন সুরতহাল পরবর্তী ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। স্থানীয়রা জানান, টিপু দিনমজুরের কাজ করতো। তার স্ত্রী ও তার মায়ের মধ্যে নানা সময় পারিবারিক কলহ লেগে থাকতো। অভাবের টানাপোড়ন এবং স্ত্রী ও তার মায়ের ঝগড়ার জের ধরে টিপু বিষপানে আত্মহত্যা করেছে বলে ধারণা তাদের।

Post a Comment

0 Comments