নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের রামুতে ৩০ গোলাবারুদ সহ এক এফডিএমএন সদস্যকে আটক করেছে র্যাব।
শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার হাসপাতাল পাড়াস্থ মেসার্স প্রান্তিক ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক এফডিএমএন সদস্য টেকনাফের মোছনী ক্যাম্পের ডি ব্লকের মোঃ শফির পুত্র মোঃ জুবায়ের (২২)।
শনিবার সন্ধ্যায় র্যাব-১৫ এর প্রেস রিলিজসূত্রে জানা যায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর প্রান্তিক ফিলিং স্টেশন এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে পূরবী বাসে তল্লাসী করে আটক ব্যক্তির দেহ ও শপিং ব্যাগ থেকে ৩০ অবৈধ গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, জব্দকৃত অবৈধ গোলাবারুদ কার্তুজ অপরাধীদের নিকট বিক্রি করার উদ্দেশ্যে সরবরাহ করে আসছিল বলে আটক এফডিএমএন সদস্য মো: জুবায়ের র্যাবের কাছে স্বীকারোক্তি প্রদান করেন।
0 Comments