নিজস্ব প্রতিবেদক:
বাঁকখালীর তীর ঘেষে খুরুশকুল ব্রীজ সংলগ্ন টেকপাড়ার খেলার মাঠ। গত শুক্রবার দিনব্যাপী সেখানে বসে আঁরা টেকপাইজ্যার মহা মিলনমেলা। সকালে চলে খেলাধুলা ইভেন্ট। বিকেল গড়াতেই নবীন—প্রবীনদের সরব পদচারণায় মুখরিত অনুষ্ঠানস্থল। বর্ণাঢ্য শোভাযাত্রায় বয়সের ভেদাভেদ নেই, বন্ধু—বান্ধব, আত্মীয়—স্বজন সবাই এক কাতারে—এক বন্ধনে আবদ্ধ হয়। এ যেন ঐতিহ্যের টেকপাড়ার টানে ছুটে আসা।
মিলনমেলা ঘিরে অনুষ্ঠানস্থল সাজানো হয় বর্ণিল রঙে। টেকপাড়ার ঐতিহ্যবাহী মাককাশির দোয়ানে বাগ্গুলা, অন্যস্টলগুলোতে ভাপা পিঠা, মিঠা জিলাপি ও চায়ের চুমুখে অনেকেই ফিরে যায় শৈশবের নানা স্মৃতিপটে।
সন্ধ্যায় স্মৃতি চারণে অংশ নেয় প্রবীণ মুরব্বি গোলাম কিবরিয়া, টেকপাড়ার কৃতি সন্তান কক্সবাজার পৌরসভার চারবারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আবদুল খালেক, অধ্যক্ষ জসিম উদ্দিন, সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল, এডভোকেট হারুন অর রশীদ, রিয়াজুর রহমান, ব্যাংকার খোরশেদ, সাবেক কাস্টম কর্মকর্তা উরী, ইসহাক সওদাগর, অধ্যাপক আজিজুর রহমান, মঞ্জুরুল হাসান, মংহ্লা মিসহ আরও অনেকেই।
স্মৃতি চারণে ওঠে আসে টেকপাড়ার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য। কক্সবাজার শহরের গোড়াপত্তন হয় টেকপাড়া ঘিরেই। আঠারো শতকে তৎকালীন উজির আলী মুন্সি ও ছৈয়দুর রহমানসহ কতিপয় আলোকিত মানুষের হাত ধরেই এই আলোর মশাল জ্বলে উঠে। যুগে যুগে কক্সবাজারের শিক্ষা, সাংস্কৃতিক, রাজনীতি, ক্রীড়া, আইনসহ নানা পেশায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন টেকপাড়ার মানুষ। জেলা প্রশাসন, কক্সবাজার পৌরসভা, জেলা ক্রীড়া সংস্থা, জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, পাবলিক লাইব্রেরী, স্কাউটসব সকল সেক্টরের নেতৃত্বে টেকপাড়ার মানুষের হাতেই ছিল। কিন্তু বর্তমানে ঐক্যের অভাবে সেই সমৃদ্ধ ইতিহাস বিলীনের পথে। তাই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সকলের কণ্ঠে বেজে ওঠে টেকপাড়ার ঐক্যের কলতান। নান্দনিক সঞ্চলনায় পুরো অনুষ্ঠান প্রাণবন্ত করে রাখেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক টেকপাড়ার কৃতি সন্তান জাহেদ সরওয়ার সোহেল।
রাতের খাবার শেষে ফানুস উত্তোলন, ঝাউবন খেলাঘর আসর ও রাখাইন শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য সবার মন ছুঁয়ে যায়। পরে মিলন মেলার মঞ্চ আলোকিত করে জেমস খ্যাত শিল্পী সজল ও তাঁর দল। রাতের গভীরতায় পর্দা নামে প্রথম টেকপাড়ার এই মহাউৎসবের। এসময় সকলের আহ্বান এমন আয়োজন যেন প্রতি বছর ফিরে টেকপাইজ্যার ঐক্যতানে। প্রথম বারের মতো এই প্রশংসনীয় উদ্যোগ নেয় টেকপাড়ার বাবলু, শিপন, মেহেদী, আসিফসহ আরও কিছু মেধাবী তরুণ।
0 Comments