আগামী ১৭ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পাবে নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষাপৃট নিয়ে নির্মিত ‘বুবুজান’ সিনেমাটি। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত এ সিনেমায় ‘বুবুজান’ চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সিনেমার এক মিনিট ২৩ সেকেণ্ডের টিজার প্রকাশিত হয়েছে। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় চিত্রনায়ক শান্ত খানের বিপরীতে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া।
শান্ত খান বলেন, সিনেমাটি গল্প নির্ভর। মান্না স্যারের আম্মাজান ছবির মতো উনি যেমন মায়ের জন্য মা বলতে পাগল তেমন আমি এই সিনেমায় বোন বলতে পাগল। আর সালওয়া আমার নায়িকা। আমাকে প্রতিবাদী এক ভাইয়ের চরিত্রে দেখা যাবে। আশা করছি, দারুণ একটি সিনেমা পেতে যাচ্ছে দর্শক।
এ প্রসঙ্গে পরিচালক শামীম আহমেদ রনি বলেন, দর্শকের উদ্দেশ্যে বলতে চাই আমার উপর আস্থা রেখে হলে আসুন এবং ‘বুবুজান’ দেখুন। আমি বিশ্বাস করি সবাই একটা ফ্রেস মুড নিয়ে বাসায় ফিরবেন। ছবিতে সুন্দর একটা ম্যাসেজ আছে। যেটা সবার ভাল লাগবে।
0 Comments