Advertisement

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন: লড়াই চলছে শেয়ানে শেয়ানে

চকরিয়া প্রতিনিধি: জমে উঠেছে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন। গত ২ মে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। প্রতীক বরাদ্ধের সাথে সাথেই মেরুকরণ শুরু হয়েছে ভোটারদের মাঝে। তবে যে যাই বলুক না কেন চেয়ারম্যান পদে প্রার্থী ৪ জন হলেও প্রতিদ্বন্দ্বিতা হবে মুলত: সাবেক এমপি জাফর আলম এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী’র মধ্যে। বলতে গেলে লড়াই হবে শেয়ানে শেয়ানে। দুই গ্রুপের মধ্যে ইতিমধ্যেই হয়ে গেছে কয়েক দফা হাতাহাতির অভিযোগ পাল্টা অভিযোগও। তবে সব কিছু মিলিয়ে বিএনপি-জামাত বিহীন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ। তারপরও মাঠ চষে বেড়াচ্ছেন জাফর (ঘোড়া)-সাঈদী (দোয়াত কলম)। প্রতীক পেয়েও নিরব দুই চেয়ারম্যান প্রার্থী। প্রতীক বরাদ্দ পাওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী (দোয়াত কলম), সাবেক এমপি জাফর আলম (ঘোড়া), আবদুল্লাহ আল হাসান সাকিব (আনারস) ও বদিউল আলম (মোটর সাইকেল)।
ভাইস চেয়ারম্যান পদে মকছুদুল হক ছুট্টো-(বই), মহসিন বাবুল (টিউবওয়েল), তপন কান্তি দাশ টিয়া পাখি, বেলাল উদ্দিন শান্ত (তালা), নুরুল আমিন (চশমা), মুবিনুল ইসলাম (উড়োজাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী (কলস), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা (ফুটবল) ও মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন (হাঁস)। প্রতীক পেয়েই নির্বাচনী মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ছেয়ে গেছে ব্যানার, পোস্টার, ফেস্টুন, প্লে-কার্ডসহ বিভিন্ন প্রচার সামগ্রী। এবারের চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোট কেন্দ্র ১১৪ টি। একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৬১ হাজার ১০৩ জন৷ তৎমধ্যে ১ লাখ ৯৪ হাজার ৩৭ জন পুরুষ ভোটার এবং ১ লাখ ৬৭ হাজার ৬৬ জন নারী ভোটার এই নির্বাচনে ভোটাধিকার গ্রয়োগ করবেন।
এছাড়া প্রতীক বরাদ্দ দেওয়ার আগে গত ৩০ এপ্রিল রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদনের মাধ্যমে চেয়ারম্যান পদে রেজাউল করিম ও ভাইস চেয়ারম্যান পদে ফয়সাল চৌধুরী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। প্রসঙ্গত: আগামী ২১ মে মঙ্গলবার দ্বিতীয় ধাপে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রস্তুত চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি।

Post a Comment

0 Comments