Advertisement

লামায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক

জাহিদ হাসান,লামা(বান্দরবান) প্রতিনিধি।। লামায় কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ত্রাণ সহায়তার অংশ বিশেষ শুক্রবার বিকেলে লামা পৌরসভার ৮ নং ওয়ার্ড লাইনঝিরি গ্রামে ১০ পরিবারকে ত্রাণ দিলেন জেলা প্রশাসক শাহ মোঃ মোজাহিদ। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল নগদ ২ হাজার করে টাকা ও ১০ কেজি চাউল। এছাড়া রুপসিপাড়া ইউনিয়নের ক্ষতিগ্রস্থ তিন পরিবারকে তিন বান্ডিল টিন দেয়া হয়। এসময় পুলিশ সুপার সৈকত শাহীন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌং, সার্কেল এএসপি মোঃ আনোয়ার হোসেন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউছুপ আলী প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে ২রা মে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত সাড়ে তিন শ্ পরিবারকে জরুরী ত্রান সহায়তা দেয় মেয়র। এর মধ্যে তাৎক্ষণিক এক শ্ পরিবারকে নগদ ২ হাজার টাকা করে ও আড়াই শ্ পরিবারকে ১০ কেজি করে চাউল দেয়া হয়। অপরদিকে ঝড়ে ক্ষতিগ্রস্ত রুপসিপাড়া ইউনিয়নসহ বিভিন্ন জায়গায় নগদ অর্থ চাউল ও টিন বিতরণ করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌং।

Post a Comment

0 Comments