Advertisement

বদর মোকাম মসজিদ কমপ্লেক্স পরিদর্শনে কক্সবাজার মডেল থানার ওসি

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের ঐতিহ্যবাহী বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্স পরিদর্শন করেছেন কক্সবাজার সদর মডেল থানার নবাগত ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা)  শেখ মুনির উল গীয়াস। বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর এশার নামাযের পর পরিদর্শন শেষে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির সাথে এক মতবিনিয় সভায় মিলিত হন।
এসময় তিনি বলেন, মসজিদের কারুকার্জ আমাকে মুগ্ধ করেছে। আমার তিন মাসে কর্মকালীন সময়ে দুটি জুমা ছাড়া প্রতিটি জুমা এখানে আদায় করেছি।
এর আগে এশার নামাযের পর তিনি মসজিদে স্বল্প পরিসরে মুসল্লীদের উদ্দেশ্যে কথা বলেন। এসময় তিনি থানাকে দালালমুক্ত দাবী করে সকলকে আইনী সহায়তায় সরাসরি থানায় আসার আমন্ত্রণ জানান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ রফিকুল হুদা চৌধুরী।
মতবিনিময় সভায় সাধারণ সম্পাদক হান্নান সাউদ বলেন, আমরা এই প্রথম দেখলাম কোন ওসি মসজিদে এসে থানাকে দালাল মুক্ত করার ঘোষনা দিয়েছেন। এজন্য আমরা ওনাকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।  
কমিটির সাধারণ সম্পাদক হান্নান সাউদ’র পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি শমসের মঈন, ওসি (তদন্ত) মোহাম্মদ সেলিম উদ্দিন, মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ এ কে রাসেল চৌধুরী, কমিটির নির্বাহী সদস্য এস এম জসিম উদ্দিন, আবু আদনান সাউদ, মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আবদুল খালেক নিজামী, সহকারি ইমাম মাওলানা মুফতি এমদাদুল্লাহ ও কমপ্লেক্সের কর্মকর্তা মাওলানা নুরুল হক চকোরী প্রমুখ।
পরিদর্শনকালে মসজিদ কমপ্লেক্স’র গ্রন্থাকার দেখে মসজিদ পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান কক্সবাজার সদর মডেল থানার নবাগত ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শেখ মুনির উল গীয়াস।
মতবিনিময় সভায় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments