Advertisement

রাজারকুলে মিলনমেলা ও ফুটবল ফাইনাল খেলায় এমপি কমল

প্রেস বিজপ্তি:
জাতীয় সংসদের কক্সবাজার-৩(সদর-রামু) আসনের সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, নিজ গ্রামকে উন্নয়নের মাধ্যমে আলোকিত করতে সু-শিক্ষায় শিক্ষিতদের এগিয়ে আসতে হবে। গ্রামের উন্নয়নে যুব সমাজরাই অগ্রনী ভুমিকা পালন করতে পারে। সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহসহ সকল প্রকার অন্যায় দুর করে সমাজকে আলোকিত করতে ধর্মীয় অনুশাসন মেনে এলাকার উন্নয়নে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুবসমাজকে মাদকসহ সকল প্রকার খারাপ কাজ থেকে দুরে রাখতে পারে ক্রীড়াচর্চা ও ধর্মীয় আয়োজন। এমপি কমল উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামীতেও সকলকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে থাকার আহবান জানান।
২৭ ডিসেম্বর রবিবার বিকালে রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল মাহফিল ঐক্য পরিষদ আয়োজিত মিলনমেলা ও রাতে পূর্ব রাজারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে সাইমুম সরওয়ার কমল এমপি উপরোক্ত কথা বলেন।
রবিবার বিকাল ৫ টায় পুর্ব রাজারকুল নসরত আছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলার রাজারকুল ইউনিয়নের পুর্ব রাজারকুল ও কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিরঝিলের ৬টি মাহফিল কমিটির সমন্নয়ে গঠিত মাহফিল ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পুর্ব রাজারকুল পাহাড় পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ওমর ফারুক।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নীতিশ বড়ুয়া, মাহফিল ঐক্য পরিষদের উপদেষ্টা নুরুল কবির। মাহফিল ঐক্য পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মাহফিল ঐক্য পরিষদের আহবায়ক মনজুর আলম, জাগো ইসলামী তরুন কাফেলার সভাপতি রাশেদ কামাল, ইসলামী যুব কল্যান পরিষদের সভাপতি দিদারুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
মিলনমেলায় রামু ব্লাড ডোনার’স সোসাইটির সৌজন্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন, কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি।
রাতে পূর্ব রাজারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাজারকুল হিলফুল ফুজুল ও যুব একতা সংঘ আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। ফাইনাল খেলায় ফতেখাঁরকুলের ফ্রেন্ডস ইউনিয়ন ও রাজারকুলের অজিত স্মৃতি সংসদের তীব্র প্রতিদ্বন্দীতাপূর্ন খেলা উপভোগ করেন সাইমুম সরওয়ার কমল এমপি। খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে ট্রফি ও পুরস্কার থোলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে রামু উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু তালেব, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান, ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল আলম, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, পূর্ব রাজারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হক বাবু, রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম, রাজারকুল ইউনিয়নের সাবেক মেম্বার আলী হোছন, লিটন বড়ুয়া মেম্বার, ছৈয়দ নুর মেম্বার, সাবেক ছাত্রলীগ নেতা রতন বড়ুৃয়া প্রমুখ।

Post a Comment

0 Comments